“ওরাকল ও ডেভেলপার” ইঞ্জিনিয়ার [পর্ব-১৫] :: ORACLE Professional PROJECT আমার নিজের করা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম । বাংলা নতুন বছরের   নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর  ওরাকল ও ডেভেলপার ইঞ্জিনিয়ার ফ্রি র্কোসে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি মো.রহিম উদ্দিন সোহাগ । আশা করি আপনারা ভাল আছেন ? আমি ভাল আছি আল্লাহ্ রহমতে । অনেক দিন পর নতুন পর্ব লেখলাম ,ব্যস্ততার কারণে সময় পাই না । আর আজকে আপনাদের কে উপহার দিচ্ছি ,আমি আমার পলিটেকনিকের জন্য ওরাকল দিয়ে একটি ছোট কাস্টমাইজ সফটওয়্যার তৈরি করে দিচ্ছি যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম

আমার ছোট জীবনে প্রথম কাজ ,কোন কোর্স না করা ছাড়া শুধু মাত্র  বই  পড়ে আর ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে ওরাকল ১০জি এর কাজ মোটামুটি শিখলাম আর তার মেধাকে কাজে এটি করলাম আর আমি আপনাদের ও শিখাব ,স্টেপ গুলো দেখুন

Course Complete Certificate : আমি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এর জন্য বাকাশিবো ৪ বছর মেয়াদি “ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং”  কোর্স শেষে তাদের পলিটেকনিক থেকে একটি সার্টিফিকেট দেওয়া হয় যা আগে Ms Word টাইপ করে দিত ,আমার স্যার আমাকে বলল যে যদি তুমি পার ১টি সফটওয়্যার করে দাও আর আমি তা ওরাকল সফটওয়্যার দিয়ে করে দিলাম এখন পুরো কাজ শেষ হয় নাই

এটি করতে আমি যে ল্যাংগুয়েজ ব‌্যবহার করেছি

ORACLE 10G

ডেভেলপার হিসাবে       ORACLE 10G DEVELOPER SUITE

নিচের ধাপ গুলো অনুসরণ করুন

১। SQL*PLUS টেবিল তৈরি করা

এটি ORACLE DEVELOPER 10G SUITE কাজ   যখন আমরা DEVELOPER  কাজ করব তখন সহজে বুঝতে পারবেন

DEVELOPER   FORM

এটি ফর্ম এর টেবিল যেখানে ডেটা ইনর্সাট করা হয় (INSERT,DELETE,UPDATE)

Report :

রির্পোট এর কাজ চলছে । একটি  কাল্পনিক রির্পোট তৈরি করলাম । এটি ঠিক এ রকম হবে যখন কোন ছাত্র রির্পোট চাইবে তখন ,তার রোল দিলেই  খালি ঘরে পুরোন হয়ে যাবে

এখানেই ব্যস্ততার মাঝে একটু সময় করে লিখলাম ,সময় কারণে কিছু লিখতে পারি নাই,দোয়া করবেন যাতে ভাল কিছু দিতে পারি ,

ভুল হলে ক্ষমা করবেন

FACEBOOK :    FACEBOOK SHOHAG.CID

আল্লাহ হাফেজ