“ওরাকল ও ডেভেলপার” ইঞ্জিনিয়ার [পর্ব-২০] :: Oracle developer Suite 10g installation windows 7 খুব সহজে”

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? ওরাকল ও ডেভেলপার ইঞ্জিনিয়ার ফ্রি র্কোসে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি মো.রহিম উদ্দিন সোহাগ ,, দীর্ঘ বিরতির পর নতুন পর্ব ,বড় ধরনের প্রজেক্টর এর কাজে ব্যস্ত থাকায় সময় হয়ে উঠেনা ?ব্যস্থতার মাঝে সময় করে লিখলাম । আশা করি সাথে থাকবেন আর যারা যাদের ওরাকল শিখার আগ্রহ আছে আমাকে মেইল করেছেন তাদের ইমেইল বই পেীছে গেছে

এখন থেকে আমরা ওরাকল ডেভেরপার এর কাজ শিখব । অর্থাৎ বিল্ডিং বানানোর আগে রড,সিমেন্ট,বালু ইত্যাদি সংগ্রহ করতে হয় এবং কাজের ক্ষেত্রে প্রতিটি জায়গা তা ব্যবহার করা হয় ঠিক একই ভাবে ডেভেলপার কাজ হল আপনি ডেটাবেজ এ যে সকল টেবিল ,ভিউ, তৈরি করেছেন তা সুন্দর ভাবে ইউজার এবং ভিজিটর কাছে প্রদর্শন করা তা কাজ হয় ডেভেলপার মাধ্যমে তো আমরা জানব ওরাকল ডেভেলপার কি??

ওরাকল ডেভেলপার কী?

উত্তরঃ ওরাকল ডেভেলপার হল ওরাকল এর ভাষায় ওরাকল এ্যাপ্লিক্যাশন সার্ভার ১০জি অর্থাৎ সহজ ভাষায় ওরাকল এ্যাপ্ল্যিাকেশন = “দরখাস্থ” ডেটাবেজ থেকে দরখাস্তর মাধ্যমে পাঠায় সার্ভারে তাৎক্ষনিক ভাবে প্রসেস হয়ে আউটপুট দেখায় আর তা বাস্তবে দেখার জন্য বিভিন্ন টুলস ব্যবহার করতে হয়,ওরাকল ডেভেলপার টুলস হল (ORACLE 10G DEVELOPER SUITE)যা হল ইন্টানেট ভাষর্ন যেখানে ব্রাউজারের মাধ্যমে দেখা যায় র্পূবের ভাষর্ন গুলোতে ছিল ক্লায়েন্ট সার্ভার ,ORACLE 10G DEVELOPER SUITE মাধ্যমে খুব সহজে সুন্দর সুন্দর ফর্ম,রির্পোট এর কাজ করা যায় তা আমরা শিখব পরর্বতি টিউটোরিয়াল গুলোতে আজ আমরা দেখব কি ভাবে ORACLE 10G DEVELOPER SUITE ইন্সটল করতে হয়……….

ORACLE 10G DEVELOPER SUITE ডাউনলোড লিংক Download

ওরাকল ইন্সটলেশন করার আগে আপনাকে জাভা ৬ (jre -6u27-windows-i586 or 64) সফটওয়‌্যার ইন্সটল করতে হবে  না হলে ফর্ম রান করবে না

নিচের  স্টেপ অনুসরণ করুন

Step :1

step :2

STEP ::3

STEP :: 4

STEP::5  এখানে ৬.১ লিখে দিন

COPY >>>PASTE

সেভ করে >>desktop >>my computer কিছু কনফিগারেশন করতে হবে

সেভ করে কম্পিউটার রিস্টাট করে নিন

ORACLE 10G DEVELOPER SUITE  ইন্সটলেশন কমপ্লিট হয়েগেছে এখন আমাদের পরবর্তী কাজ হল ডেটাবেজ এর সাথে ডেভেলপার কানেক্ট করা এটি কি ভাবে করা যায় তা নিচে দেওয়া হল

কানেক্ট করার জন্য ( Ctrl + J) প্রেস করুন এবং ডেটাবেজ যেসকল্ User and Password দিয়ে লগঅন করুন

ফর্ম রান করা জন্য কিছু কাজ করতে হয় তা নিচে দেওয়া হল প্রখমে আপনাকে জাভা  OC4J চালু করতে  হবে এর জন্য

এখন আমরা জাভা কে ওরাকল এর সাথে কানেক্ট করব তার জন্য নিচে চিত্র ভাল ভাবে লক্ষ করুন

লক্ষনিয় সুপারকোরপ বা টেরাকপি সফটওয়্যার দিয়ে কপি করবেন না যদি করেন তাহলে কাজ করবে না

আর ব্রাউজার ইন্টানেট এক্সপ্রোরার এর রান করবেন তাহলে হবে না হলে হবে না,,ফাইয়া ফক্স এর জন্য অনেক কাস্টমাইজ করতে হয় ।

ভিডিও টি আমার নিজের এখান সহজে ইন্সটল করে নিন

যদিও সেটাপ দেওয়াটা একটু কষ্ট মনে হয় ২-৩ বার সেটাপ দিলে কষ্ট মনে হবে না । অনেক মনে করতে পারনে ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করলে ভাল হত কিন্ত যারা গ্রামে থাকে তাদের ইন্টানেট স্লো তাদের জন্য এত কষ্ট করে রাত জেগে লেখা আর সর্ম্পুণ ভিডিও টিউটোরিয়াল সামনে পাবেন ইউটিউভ এ কাজ কাজ করতেছি

আজ এখানে যাদের ইন্সটলেশন দিতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে অথবা ফেইজবুকে বা ইমেইল জানাবে । সমস্য থাকবে না ইনশাল্লাহ ,আগামী পর্ব থেকে আমরা ফর্ম ডেভেলপার বিভিন্ন কাজ শিখব সঙ্গে থাকুন

ভুল করলে ক্ষমা করবেন
ওরাকল সর্ম্পুন টিউটোরিয়া্ল ফ্রিতে শিখতে চোখ রাখুন ওরাকল বাংলা ওয়েভ সাইটে
ফেইজবুক :Facebook

ইমেইল :[email protected]

আল্লাহ হাফেজ