ডেটাবেজ টিউটোরিয়াল ওরাকল-১ম বিভাগ (Basic SQL পরিচিতি) লেকচার ৩ঃঃ Installation Oracle Database 11G and Configuration to Oracle Sql developer

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন গত পর্বে আমরা ডেটা(DATA),ডেটাবেজ(DATABASE),ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম(DBMS),রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম RDBMS(RELATION DATABASE MANAGEMENT SYSTEM) সর্ম্পকে জেনেছি এবং চেষ্টা করেছি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম RDBMS(RELATION DATABASE MANAGEMENT SYSTEM) সহজ ভাবে উপস্থাপন করতে । আজ আমরা ওরাকল ডেটাবেজ ১১জি (Oracle Database 11g ) Install করা শিখব এবং দেখাব যে কত সহজে ওরাকল ডেটাবেজ ১১জি (Oracle Database 11g) install করা যায় এবং ORACLE SQL DEVELOPER কনফিগারেশন করা শিখব

ওরাকল ডেটাবেজ ১১জি সরাসরি ডাউনলোড লিংক :  Download size :: 2GB

Oracle database 11g download

অবশ্যই www.oracle.com রেজিস্ট্রেশন থাকতে হবে না হলে ডেটাবেইজ ডাউনলোড করতে পারবেন না। আর ‍যদি ডাউনলোড করতে না পারেন তাহলে নিচের থেকে ডাউনলোড করে নিন ।

ওরাকল ডেটাবেজ ১১জি ডাউনলোড

আমি এখানে ওরাকল ডেটাবেজের ছোট সাইজ ডাউনলোড লিংক দিয়েছি ইচ্ছে করলে এই ফাইলি ডাউনলোড করতে পারেন

Oracle database 10g (Apex) ::Size 150MB

এবং যাদের ইন্টারনেট স্পীড কম তারা অনলাইনে প্র্যাকটিস করতে পারবেন নিচের লিংকে ক্লিক করুন

http://www.tutorialspoint.com/codingground.htm

কানেশন করতে নিচের কোড লিখুন

STEP 1:

ALTER USER HR ACCOUNT UNLOCK;

STEP 2:

ALTER USER HR IDENTIFIED BY HR;

 

 

 

 

ORACLE SQL DEVELOPER ::


Command Mode (CMD) মুডে সাধারনত ডেটাবেজ একসেস বা মডিফাই করা হয় কিন্তু CMD মুডে কাজ করতে গেলে অনেক সমস্যার পড়তে হয় এবং User Friendly কাজ করা যায় না ,, SQL DEVELOPER হচ্ছে ওরাকল ডেটা্বেজ কে সহজে Access বা Mofiy করার জন্য বাড়তি একটি টুলস যেটি ব্যবহার করে । ORACLE SQL DEVELOPER হচ্ছে ‍IDE(Integrated development Environment) ।SQL Developer ইন্সটল করতে হয় না এটি ডাউনলোড করে কনিফগারেশন করতে হয় এখন আমরা ORACLE SQL DEVELOPER Configuration করা শিখব ।নিচের ভিডিও থেকে দেখে নিন কিভাবে কনফিগারেশন করতে হয়

SQL DEVELOPER এর ডাউনলোড সরাসরি ডাউলোড লিংক

ORACLE SQL DEVELOPER DOWNLOAD

অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন

ORACLE SQL DEVELOPER -ORACLE BANGLA

 

 

 

আজ এখানে আগামী পর্ব থেকে আমরা ওরাকল SQL*PLUS এর কাজ শুরু করব এবং আগামী পর্বে ওরাকল ডেটাবেইজ সর্ম্পকে একটি মজার তথ্য দিব আশা করি উপকৃত হবেন সেই পযর্ন্ত ভাল থাকুন ধন‌্যবাদ

আমার ফেইজবুক পেইজ এ লাইক দিয়ে জান্তে থাকুন ওরাকল এর সকল তথ্য  ওরাকল বাংলা

প্রয়োজনে আমরা সাথে যোগাযোগ করুন

Website :: www.oraclebangla.com
Email :: [email protected]
Facebook ::  WWW.facebook.com/shohag

Facebook Page :: ওরাকল বাংলা
Skype id :: shohagcid2013