ওরাকল ডেটাবেজ টিউটোরিয়াল -১ম বিভাগ (BASIC SQL পরিচিতি) লেকচার ২ :: Introduction to Oracle database

ওরাকল ডেটাবেজ টিউটোরিয়াল -১ম বিভাগ (BASIC SQL পরিচিতি) লেকচার ২ :: Introduction to Oracle database

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ওরাকল ডেটাবেজ হল একটি সর্ববৃহৎ ডেটাবেজ নির্মাতা কোম্পানি । ওরাকল ডেটাবেজ প্রোগ্রাম একটি সর্বাধিক শক্তিশালী ডেটাবেজ প্রোগ্রাম হিসাবে পৃথিবীর সবর্ত্র ব্যবহার হচ্ছে ডেটাবেজ এর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত কিন্তু যারা ডেটাবেজ সর্ম্পকে একবারে জানেন না তাদের বোঝার উপযোগী করে এই লেকচারটি সাজানোর চেষ্টা করেছি আর ওরাকল নামটি অনেকের কাছে নতুন এই পর্বে আমি চেষ্টা করেছি ওরাকল সর্ম্পকে সাধারন ধারনা দেওয়ার আশা করি আজকের লেকচার থেকে অনেক কিছু শিখতে পারবেন ,আর একটি কথা জানা জরুরি ওরাকল কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ না ওরাকল হল একটি কোম্পানির নাম,ওরাকল এর হাজার হাজার প্রোডাক্ট এর মধ্যে ওরাকল ডেটাবেজ অন্যতম আর জাভা কিন্তু ওরাকল এর একটি প্রোডাক্ট বিস্তারিত জান্তে ভিডিওটি দেখুন

 

আর কোথাও কোন প্রশ্ন থাকলে আমাকে ফেইজবুক বা ইমেইল করে জানাবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নে উত্তর দিতে,আমাদের বাংলাদেশে ওরাকল শিখার ভাল কোন সা্ইট নেই আমি চেষ্টা করছি সহজ ভাবে এটি কি ভাবে শিখা যায় তার জন্য আমি গবেষনা করি আর যাতে একটি ব্যক্তিও ওরাকল শিখতে আগ্রহি হলে সঠিক গাইড লাইন না পেয়ে পিছিয়ে না পড়ে,বিশ্বে কাছে আমাদের বাংলাদেশ আইটি সেক্টরে ওরাকল টাও যেন ভাল ভাবে ডেভেলপ হয় আর এক সময় যেন বড় বড় সফটওয়্যার বাংলাদেশের মেধাবী ছেলে/মেয়েরা ডেভেলপ করতে পারে সেই কামনা করি,সবাই ভাল থাকুন আসসালামু আলাইকুম