ডেটাবেজ টিউটোরিয়াল ওরাকল -১ম বিভাগ (BASIC SQL পরিচিতি) লেকচার ৫ :: Restricting and Sorting Data

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম

আশা করি সবাই আল্লাহ রহমতে ভাল আছেন । আজকের পর্বটি প্রায় ১ঘন্টার এর ভিডিও টিউটোরিয়াল , ডেটাবেইজ থেকে কি ভাবে রো বা নির্দিষ্ট রেকর্ড বাছা্ই করে রির্পোট বের করা যায় তা আজকের ৩ টি ভিডিও  দেখানো হয়েছে  আর এই টিউটোরিয়াল থেকে SQL*PLUS  বেসিক ধারনা পাবেন আপনাদেরকে এই টিউটোরিয়াল ওরাকল ডেটাবেইজ এর বেসিক এসকিউএল শিখতে কিছুটা হলেও সাহায্য করবে আর একটাই রিকোয়েষ্ট থাকবে যে আপনারা এই ভিডিও থেকে ধারনা নিয় বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন ।
তিনটি ভিডিও মধ্যে

  • নির্দিষ্ট রো বা রের্কড বাছাই করে কিভাবে রির্পোট বের করা যায় তা দেখানো হয়েছে
  • বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করে কি ভাবে কাষ্টমাইজ রির্পোট বের করে দেখা যায় তা আলোচনা করা হয়েছে ।
  • অর্ডার ভাই কি ভাবে করা যায় তা ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং প্যারামিটার বা এম্পারসন্ট এর ব্যবহার দেখানো হয়েছে

নিচের ৩টি ভিডিও দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিন

১ম টিউটোরিয়াল

২য় টিউটোরিয়াল বিভিন্ন ধরনের অপারেটরের ব্যবহার

৩য় টিউটোরিয়ালে Order by and use ampersand ব্যবহার দেখানো হয়েছে

 

আপনার কোন মতামত বা এই ভিডিওতে কোন ভুল থাকলে আমাকে প্লিজ জানান আমি ঠিক করার চেষ্টা করব আর মানুষ মাত্র ভূল

আমার সাথে যোগাযোগ করতে

Website :: www.oraclebangla.com
Email ::    [email protected]
Facebook ::  WWW.facebook.com/oracle.shohag

Facebook Page :: ওরাকল বাংলা
Skype id ::  shohagcid2013