ORACLE BASIC SQL*PLUS :: INTRODUCTION SELECT STATEMENT

posted in: SQL*PLUS | 0

 ORACLE BASIC SQL*PLUS :: INTRODUCTION  SELECT STATEMENT

এই টিউটোরিয়ালের মাধ্যমে SELECT STATEMENT সর্ম্পকে জানব এর বিভিন্ন ব্যবহার শিখব

বিস্তারিত ব্যাখা

SELECT STATEMENT এর কাজ হচ্ছে ডেটাবেইজ এর টেবিল থেকে নির্দিষ্ট কলাম বা রো বাচাই করে রির্পোট দেখান । ‍SELECT বলতে আমরা বুঝি বাছাই করা এটি টেবিলের কলাম বা রো এর উপর হতে পারে । Oracle SQL*PLUS এর পাওয়ার ফল ধারণক্ষমতা নিচে উল্লেখ করা হল

  • Projection :: ডেটাবেইজ এর টেবিল থেকে সকল কলাম বা নির্দিষ্ট কলাম বাচা্ই করে রির্পোট দেখান কাজ হচ্ছে Projection । Projection এর কাজ হচ্ছে শুধু  মাত্র কলাম বাচাই করা টেবিলের সকল কলাম বা ১টি কলাম বা ২,৩টি কলাম বা নিজেরর চাহিদা অনুযায়ী রির্পোট দেখতে চা্ইলে projection  এর মাধ্যমে রির্পোট দেখতে পারা যাবে।
  • Selection :: ডেটাবেইজ এর টেবিলে থাকা রো নিজের ইচ্ছে মত নির্দিষ্ট রো বা রেকড বাচাই করে রির্পোট দেখান হচ্ছে ‍selection এর কাজ । selection রেকড নিয়ে কাজ করে
  • Joining :: ১ বা একাধিক টেবিলের সাথে যুক্ত করে রির্পোট দেখান কাজ হচ্ছে Joining এর কাজ । ২টি টেবিল বা ৫টি টেবিলের সাথে রিলেশন করে ১টি রির্পোট দেখান কাজ হচ্ছে Joining এর আমরা মাল্টিপল টেবিল জয়েন্ট এর কাজ শিখানো হবে টেবিল জয়েন্ট এর অধ্যায়

আমরা পরবতী টিউটোরিয়ালে থেকে প্রত্যোকটির কাজ শিখা শুরু করব