BASIC SQL*PLUS :: Introduction to SQL,SQL*PLUS

posted in: SQL*PLUS | 0

লেখকঃঃ  মো : রহিম উদ্দিন সোহাগshohag

বিভাগঃঃ এসকিউএল* প্লাস

 

BASIC SQL*PLUS  ::  INTRODUCTION TO SQL,SQL*PLUS

এই টিউটোরিয়ালের মাধ্যমে SQL,SQL*PLUS র্সম্পকে সংক্ষেপে আলোচনা করা হয়েছে

বিস্তারিত ব্যাখা

SQL এর পূর্ণ নাম হচ্ছে Structure Query Language  । কম্পিউটারের data সংরক্ষনের জন্য এবং data খোজ করার জন্য  এবং ডেটাগুলোকে ব্যবস্থাপনার জন্য  একটি নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে থাকে যাকে বলা SQL ।  Structure = গঠন ,Query =খোঁজ এবং Language = ভাষা যার র্পূণ নাম Structure Query Language আর সংক্ষিপ্ত নাম হল SQL  আরো  বিস্তারিত  ‍ । সত্তরের দশকের দিকে IBM SQL এর অরজিনাল র্ভাসনটি তৈরি করেন সান সোজে রির্সাস ল্যাবরেটরিতে যেটি এখন আলমাডেন রির্সাচ সেন্টার নামে পরিচিত । ডেটাবেইজ ‍ANSI (American National Standards Institute)এবং ISO(international Standard Organization ) সংগঠনের মিলে ‍SQL ল্যাংগুয়েজ হিসাবে তৈরি করা হয়েছিল । ‍সকল ডেটাবেইজ এর SQL শিখাতে হলে নিচের স্টেটামেন্ট গুলি শিখতে হবে

SQL*PLUS STATEMENT

SQL এবং ‍SQL*PLUS এর মধ্যে ব্যবধান কি::

সবার কাছে একটি কমন প্রশ্ন ডেটাবেইজ শিখতে হলে SQL লাগে কিন্তু ওরাকল এর ক্ষেত্রে SQL*PLUS এটি কেন?

ওরাকল ডেটাবেইজ শুধুমাত্র SQL এর কাজ করা যায় না এটি আরো একাধিক কাজ করা যায় । ওরাকল ডেটাবেজেই এর নিজস্ব ১টি প্রোডাক্ট হচ্ছে PL/SQL যেটি ওরাকল ডেটাবেইজ এ কাজ করা যায় । ওরাকল ডেটাবেইজ অবজেক্ট অরিয়েন্টেট প্রোগ্রামিং সহ একাধিক প্রোগ্রাম সার্পোট করে ইত্যাদি বহু কাজ ওরাকল ডেটাবেইজে করা যায় আর এর জন্য নাম দেওয়া হয়েছে SQL*PLUS । আর বিস্তারিত জানতে বাজার থেকে বই সংগ্রহ করে পড়ুন